Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দলিল রেজিস্ট্রি করার নিয়মঃ
বিস্তারিত

প্রথম ধাপঃ যথাযথ কাগজ পত্র সহযোগে একজন সনদপ্রাপ্ত দলিল লেখকের নিকট আসিবেন। সনদপত্র প্রাপ্ত দলিল লেখক পক্ষগণ কর্তৃক সরবরাহ কৃত কাগজ পত্র 

পযালোচনা শেষে দলিলটি মুসাবিদা করিয়া যথাযথ স্ট্রাম্পে লিখিবেন।

 

দ্বিতীয় ধাপঃ দলিল লেখক কর্তৃক দলিলটি লেখা শেষ হওয়ার পর পক্ষগণের নিকট প্রদান করিবেন। পক্ষগণ দলিলটি পড়িয়া, বুঝিয়া এবং উহার মর্ম অবগত হইয়া দলিলটিতে স্বাক্ষর প্রদান করিবেন।

 

তৃতীয় ধাপঃ পক্ষগণ কর্তৃক দলিলটি সম্পাদনের পর সাব-রেজিস্ট্রারের নিকট দলিলটি রেজিস্ট্রিকরণের জন্য দাখিল করিবেন। সাব-রেজিস্ট্রার মহোদয় দলিলটিতে সম্পাদনসহ প্রয়োজনীয় তথ্যাদি সঠিক আছে কিনা তা যাচাই করিবার নিমিত্তে দাতার জবানবন্দী গ্রহণ করিবেন এবং জবানবন্দী যথার্থ হইলে দলিলটি রেজিস্ট্রির জন্য দাখিল স্বীকার করিবেন।

 

চতুর্থ ধাপঃ সহকারী টিপবহিতে দলিলটি সম্পাদনকারীর টিপ গ্রহণ করিবেন এবং ৫২ ধারার অনুকুলে ফি পরিশোধের নিমিত্তে সাব-রেজিস্ট্রারের স্বাক্ষরিত একখানা রশিদ প্রদান করিবেন।

 

পঞ্চম ধাপঃ সহকারী কর্তৃক ৫২ ধারার অনুকুলে প্রদেয় রশিদখানা পক্ষগণ সযন্তে সংরক্ষণ করিবেন। যাহা পক্ষগণের রেজিস্ট্রিকৃত দলিলখানার যথাযথ প্রক্রিয়া সমাপ্তির পর উক্ত রশিদখানার বিনিময়ে দলিলখানা ফেরৎ নেওয়ার জন্য প্রয়োজন হইবে।